গাইডলাইন

ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়তে যা শিখতে হবে

নতুন সব টেকনোজির পাশাপাশি প্রতিদিন অসংখ্য ওয়েবসাইট ইন্টারনেটে যুক্ত হচ্ছে, যার ফলে ওয়েব ডেভেলপারদের চাহিদা ক্রমশ বাড়ছে।

ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে যেসব বিষয় শেখার প্রয়োজন রয়েছে তা এই প্রকাশনা মূল আলোচ্য বিষয়। তার আগে ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন এই প্রকাশনাটি থেকে – “ওয়েব ডেভেলপমেন্ট: একেক ভিতর সব”।

যারা এই পোষ্ট টি পড়ছেন, ধরেই নিলাম তারা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানেন, তাই বিস্তারিত বর্ণনা ছাড়াই মূল প্রসঙ্গে চলে আসলাম।

ওয়েব ডেভেলাপার মানেই যে, সে ওয়েব সাইট তৈরী করে এমনটা নয়। এখানে ওয়েব-সাইট তৈরীর পাশাপাশি ওয়েব এপ্লিকেশন/সফটওয়্যার নিয়ে কাজ করা হয়। ক্যারিয়ার হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট জগতটি অনেকটা সমুদ্রের মতো। এখানে রয়েছে হাজারো রকম কাজ আর রয়েছে লক্ষাধিক সম্ভাবনা।

নতুনরা অনেক সময় দ্বিধা দ্বন্দে পড়ে যায়, কোনটা শিখবো, সামনের দিকে কিভাবে এগোবো!

ওয়েব ডেভেলপার হতে চাই, কি কি শিখতে হবে ? কোথা থেকে শুরু করবো !

এই সকল প্রশ্নের সমাধান হিসেবে এই ব্লগটি এমন ভাবে তৈরী করেছি যাতে বেসিক কি কি শিখতে হবে সেটি খুব সহজেই জানা যায়।

সাধারণত, ওয়েব ডেভেলপমেন্ট শেখার পথ চলা শুরু হয় Front-End ও Back-End ডেভেলপমেন্ট দিয়ে। যে ডেভেলপার এই ২ বিষয়েই সমান পারদর্শী হয় তাকে বলা হয়, Full Stack Developer!


Front-End Learning Area

Front-End Developer Roadmap

এই স্কিল গুলোর পাশাপাশি ২ টি বিষয়ে দক্ষতা প্রয়োজন যেগুলো ইনফোগ্রাফিকে যুক্ত করিনি

Back-End Learning Path

Backend Developer Roadmap

নতুনদের জন্য সাজেশন হলো আগে Front-End স্কিল গুলো ভালো ভাবে আয়ত্ব করে, তারপর Back-End শেখা শুরু করা।

এই ব্লগে শুধুমাত্র যা শিখতে হবে সেগুলো বলা হয়েছে, কোথা থেকে শিখতে হবে সেটি নিয়ে পরবর্তীতে সময় করে লিখবো।


Stop starting, Start finishing

এই লেখাটি সম্পাদনা করা হয়েছে জুন ১৩, ২০১৯ ১১:২৮ অপরাহ্ন

মন্তব্য পড়ুন

শেয়ার করুন

সর্বশেষ প্রকাশনা

প্রোগ্রামিং- সহজ নাকি কঠিন?

প্রোগ্রামিং শুরু করার আগে একটি প্রচলিত লাইন যা প্রায় সকল বিগিনারদের শুনতে হয়- "প্রোগ্রামিং খুব…

এপ্রিল ২৫, ২০২১

ডেনো এবং নোড জেএসের মধ্যে এখন পর্যন্ত কোনটির জনপ্রিয়তা বেশি?

ডেনো কি? ডেনো হচ্ছে জাভাস্ক্রিপ্ট ও টাইপস্ক্রিপ্টের একটি সিকিউর রানটাইম, এটি জাভাস্ক্রীপ্টের V8 ইঞ্জিন এবং…

জানুয়ারি ২৪, ২০২১

নেটওয়ার্কিং বেসিকস

অনেকেরই ধারণা ইন্টারনেট মানে একটি ম্যাজিকেল ক্লাউড যা আমাদের পছন্দের ওয়েবসাইট, অনলাইন শপ এবং অন্তহীন…

অক্টোবর ৪, ২০২০

পিএইচপি কি? কেন কিছু মানুষের কাছে এটি পছন্দনীয় নয়?

ওয়েবের ৭৮.৯% ওয়েবসাইটই পিএইচপি তে রান হওয়া স্বত্বেও এটি ভবিষ্যতের ইকোসিস্টেমের সাথে যাচ্ছেনা। বিশেষ করে…

সেপ্টেম্বর ২৯, ২০২০

MySQL বনাম MongoDB ও এদের মধ্যে পার্থক্য

আমরা প্রত্যেকেই কম বেশি বিভিন্ন প্রয়োজনে সফটওয়্যার, ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ ব্যবহার করে থাকি। এসকল…

জুলাই ১৮, ২০২০

ম্যালওয়্যার সম্পর্কে যা জানা জরুরী

ম্যালওয়্যার! বর্তমান সময়ে আসলেই একটি ভয়ের বিষয় হয়ে দাড়িয়েছে। বড় টেক কোম্পানী থেকে ছোট পার্সোনাল…

জুন ২৭, ২০২০