গত ৩ রা নভেম্বর প্রথমবারের মত একত্রে মিলিত হয়েছিলাম সকল অভিযাত্রি‘রা। প্রযুক্তির অভিযাত্রি’তে লেখা প্রকাশনা থেকে শুরু করে ডিজাইন, লেখা সম্পাদনা, ওয়েবসাইট ডেভেলপ এবং অন্যান্য কাজের পেছনে রয়েছে যাদের অক্লান্ত পরিশ্রম, তাদেরকে আমরা অভিযাত্রি হিসেবে জানি। প্রযুক্তির অভিযাত্রি’র সব ধরণের কাজ সাধারণত অভিযাত্রি’রাই পরিচালনা করে থাকে।
মিটআপের উদ্দেশ্য ছিলো প্রযুক্তির অভিযাত্রি’র পাঠকদের জন্য নতুন কিছু নিয়ে আসা।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা ভাষাভাষী প্রযুক্তিপ্রিয় পাঠকদের জন্য “প্রযুক্তির অভিযাত্রি” প্রযুক্তি বিষয়ক একটি ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছে। ম্যাগাজিনে কি কি ক্যাটাগরিতে লেখা থাকবে, লেখার ধরণ ও মানউন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় মিটআপে। লেখা প্রকাশের ক্ষেত্রে প্রাথমিক ভাবে সকল অভিযাত্রি পূর্ণ মনোযোগ দিবে।
এছাড়াও থাকছে পাঠকদের জন্য লেখার সুযোগ। এ বিষয়ে শীঘ্রই বিস্তারিত ঘোষণা প্রকাশ করা হবে।
মিটআপে আমরা যা যা করেছি তার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো-
টিম অভিযাত্রি’র প্রথম মিটআপে আমরা পাঠকদের নতুন কিছু উপহার দেওয়ার উদ্দেশ্য সফল করার সবরকম পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি। আমরা আশা করছি খুব শিঘ্রই আপনাদের একটি ব্যতিক্রমধর্মী ম্যাগাজিন উপহার দিতে পারবো এবং এর মাধ্যমে আমাদের এই মিটআপ বাস্তবে রূপ নিবে বলে আমার বিশ্বাস।
এই লেখাটি সম্পাদনা করা হয়েছে নভেম্বর ৯, ২০১৭ ১১:০১ অপরাহ্ন
প্রোগ্রামিং শুরু করার আগে একটি প্রচলিত লাইন যা প্রায় সকল বিগিনারদের শুনতে হয়- "প্রোগ্রামিং খুব…
ডেনো কি? ডেনো হচ্ছে জাভাস্ক্রিপ্ট ও টাইপস্ক্রিপ্টের একটি সিকিউর রানটাইম, এটি জাভাস্ক্রীপ্টের V8 ইঞ্জিন এবং…
অনেকেরই ধারণা ইন্টারনেট মানে একটি ম্যাজিকেল ক্লাউড যা আমাদের পছন্দের ওয়েবসাইট, অনলাইন শপ এবং অন্তহীন…
ওয়েবের ৭৮.৯% ওয়েবসাইটই পিএইচপি তে রান হওয়া স্বত্বেও এটি ভবিষ্যতের ইকোসিস্টেমের সাথে যাচ্ছেনা। বিশেষ করে…
আমরা প্রত্যেকেই কম বেশি বিভিন্ন প্রয়োজনে সফটওয়্যার, ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ ব্যবহার করে থাকি। এসকল…
ম্যালওয়্যার! বর্তমান সময়ে আসলেই একটি ভয়ের বিষয় হয়ে দাড়িয়েছে। বড় টেক কোম্পানী থেকে ছোট পার্সোনাল…