Cookies শব্দের অর্থ হচ্ছে বিস্কুট। তবে আজ যে cookie (কুকি) নিয়ে আলোচনা করব তা মোটেও কোন বিস্কুট জাতীয় Cookie নয়। এটা হল ইন্টারনেট কুকি। ওয়েব কুকি ও ব্রাউজার কুকি ছাড়াও বিভিন্ন ধরণের কুকি রয়েছে। তাহলে আমাদের মনে খুব সহজেই একটি প্রশ্ন আসতে পারে- কুকির সাথে ওয়েব তথা ইন্টারনেটের সম্পর্ক কিভাবে হলো?
মূলত প্রধান তিনটি কারণে Cookie ব্যবহার করা হয় –
১। সেশন ম্যানেজমেন্ট – এর মাধ্যমে লগইন তথ্য, শপিং কার্টের মাধ্যমে কি কি পণ্য ক্রয় করলেন, গেইম খেলার স্কোর সহ এই জাতীয় অনেক কিছুই আপনার কম্পিউটার সার্ভার থেকে ডেটা নিয়ে সংরক্ষন করে রাখে।
২। পারসনালাইজেশন – ফেসবুক কিংবা ইউটিউবে আপনারা একটু খেয়ার করলে দেখতে পাবেন- যে পোস্ট গুলোতে আপনি বেশি লাইক, কমেন্ট বা শেয়ার করেন অথবা ইউটিউবে যে ধরনের ভিডিও গুলো বেশি দেখে থাকেন পরবর্তিতে ঐ সম্পর্কিত পোস্টগুলো বা ভিডিওগুলো আপনি এাকধিক দেখতে পান এই পারসনালাইজেশন কুকির মাধ্যমে।
৩। ট্রাকিং – মূলত এই কুকি ব্যবহার করে ব্যবহারকারীর কর্মকান্ড(Activity) ট্র্যাক করা হয় এবং অজান্তেই তার পছন্দনীয় তথ্যের ভিত্তিতে বিভিন্ন ধরণের পণ্যের বিজ্ঞাপন দেখানো হয়।
২ comments
গুরুত্বপূর্ণ তথ্য বাহ্ সুন্দর হয়েছে
মাশাআল্লাহ খুব সুন্দর লিখেছেন ভাই